নিউজ ফ্রন্টলাইনার ওয়েব দর্শক,নিউ দিল্লি, ১৬ ই ফেব্রুয়ারি:দিল্লিতে বিজেপি কে পর্যদুস্ত করে তৃতীয়বার আবার জনতার রায়ে দিল্লিতে আসীন আম আদমি পার্টি,এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা গেল অভিনবত্যের ছোয়া।বিজেপি বিরোধী শক্তির জয়লাভ করলেই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে ওঠে বিরোধী ঐক্য মঞ্চ।কিন্তু কেজরিওয়াল সেই পথে না হেটে এক নতুন পথের সন্ধান দিলেন এবং রেখে গেলেন গণতন্ত্রের ভিত্তি মজবুতের বার্তা।

শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা রামলীলা ময়দান।প্রায় ৩০০০ পুলিশকর্মী নিরাপত্তায় নিয়োগ হয় শপথ গ্রহণ স্থলে।শনিবার কেজরিওয়াল দিল্লীবাসী কে আহবান জানায় দিল্লির ঘরের ছেলের শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ৫০ জন বিশিষ্ট অতিথি কে আমন্ত্রণ জানায় আম আদমি পার্টি,দিল্লির বিভিন্ন ক্ষেত্রে যেমন ডাক্তার , ইঞ্জিনিয়ার, খেলোয়াড়,শিক্ষক,ছাত্র সহ একাধিক কৃতি মানুষদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত তারাই ছিলেন মুখ্য অতিথি তাদের কাছ থেকে আশীর্বাদ নিয়েই এবারের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করলেন কেজরিওয়াল।তিনি বলেন দিল্লির উন্নয়নের সৈনিক দিল্লীবাসী তাই দিল্লীবাসীর হাতেই থাকবে দড়ি চাবিকাঠি তিনি শুধু দিল্লীবাসীর হুকুম পালন করতে এসেছেন তাদের সমস্যা নিরসনের ক্ষেত্রে।

শপথ নেয় আম আদমি পার্টির একাধিক নেতৃত্ব যার মধ্যে মনীশ শিশোদিয়া,গোপাল রায়,সত্যেন্দ্র জৈন প্রমুখ।