নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক, হাওড়া,৯ ই মার্চ:হোলি উৎসব চলাকালীনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো হাওড়ার বাউরিয়া অঞ্চলে, স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ দুপুরে নৌকাডুবি ঘটেছে একটি নাচের দল কলকাতা থেকে মেচেদার উদ্দেশ্যে যাত্রা করে।
চারু মার্কেট থেকে তারা লোক ভাড়া করে বাউরিয়ার উদ্যেশ্যে রওনা হয় , মাঝপথে সেই নৌকা উল্টে যায় মাঝ গঙ্গায় । সাথেসাথেই উদ্ধার কাজে নেমে পড়েন এলাকার স্থানীয় মানুষজন আটজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ হয়ে যায় ।

প্রত্যক্ষদর্শীদের মতে প্রিয়াঙ্কা পাইক নামে একজন শিল্পী যিনি বেহালার বাসিন্দা তিনি এই নৌকাডুবিতে নিখোঁজ হয়েছেন উদ্ধার কাজ চলছে কলকাতা থেকে ডুবুরি আসছে ।প্রত্যক্ষদর্শীদের অভিযোগ বেআইনিভাবে নদী পারাপার এই দুর্ঘটনার অন্যতম কারণ সরকারি নজরদারি এড়িয়ে বিভিন্নভাবে নৌকা পারাপার করে থাকে ।লঞ্চ এর বদলে ডিঙি নৌকা পারাপারে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো বলে অভিমত স্থানীয়দের।
নিখোঁজ শিল্পীর খোঁজে রাত্রে ও উদ্ধারকাজ চলবে বলে জানিয়েছে প্রশাসন,এ দিকে বাউরিয়ার ঘটে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে।