নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক, সুদান,২১ শে আগস্ট:একটি মিসাইলের আঘাত যার জেরে গোটা দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়।আফ্রিকার একটি পিছিয়ে পড়া দেশ সুদান শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সন্দেহের বসে সন্ত্রাসবাদী দের ঘাঁটি লক্ষ্য করে লেসর গাইডেড মিসাইল তার পরেই সব অন্ধকার তার রেশ আজ বয়ে বেড়াতে হচ্ছে সুদানকে।
১৯৯৯ সালের এই দিনে, বিল ক্লিনটন সুদানের আল শিফা কারখানায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার আদেশ দিয়েছিলেন। সন্ত্রাস রুখতে সন্ত্রাসবাদের একটি বড় কাজ করে ফেলেছিলেন সেদিন।এই আক্রমণে দেশের ’৯০ শতাংশ ওষুধ উৎপাদন ধ্বংস হওয়ার যায় । কারখানাটি ক্ষতিগ্রস্থ হওয়ার ফলে চিকিত্সাজনিত রোগ থেকে কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল।