নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক,কিনসাশা,২২ শে ফেব্রুয়ারি:এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো।কঙ্গোর গ্লেনকোর খনি তে ।খনিতে মূলত কপার আর কোবাল্ট উত্তোলন হয় ,উৎপাদনের প্রয়োজনেই এসিড নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু রাস্তায় দুর্ঘটনায় পরে এবং ছড়িয়ে পড়ে এসিড যার ফলে ২০ জন শ্রমিকের মৃত্যু ঘটে আর আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এঘটনায় চোখ খুলে দিলো বিশ্বের কাছে যখন শ্রমিকদের নিরাপত্তা যখন তলানি তে তখন এই দুর্ঘটনা রাজনৈতিক মহলে প্রশ্ন শুধুমাত্র মুনাফার জন্যই কি এই নিরাপত্তা র চরম অবেহালা।অনেক কম মজুরি তে কাজ করতে বাধ্য হয় শ্রমিকরা।এই ঘটনা তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে কঙ্গো জুড়েই।মৃত্যুর ঘটনায় শ্রমিক সংগঠন গুলি রাস্তায় নামবে বলে অবিলম্বে জানিয়েছে ।কঙ্গোর ইতিহাসে এতবড়ো বিস্ফোরণ আগে ঘটে নি ।
