নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক,পশ্চিম বর্ধমান, ১ লা নভেম্বর:সর্বস্তরের নারী নিরাপত্তা র দাবী তে, বন্ধ কলকারখানা খোলার দাবীতে ,ধর্মীয় বিভাজনের রাজনীতি র বিরুদ্ধে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিম বর্ধমান জেলা কমিটির ২২তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলার কুলটি শহরে ।

এই সম্মেলন কে সামনে রেখে ব্যাপক প্রচার সংগঠিত করছে মহিলা সমিতি ।সমগ্র জেলা জুড়েই বিভিন্ন কর্মসূচি আয়োজন করছে তারা।আজ দামোদর অজয় কমিটির ডাকে কে সামনে রেখে আজ দক্ষিণখন্ড থেকে খান্দরা পর্যন্ত বিশাল মহিলা মিছিল সংগঠিত হয় ।

দুর্গাপুরের ইস্পাত অঞ্চলে ও মহিলারা শামিল হলো পোস্টার প্রচারে।আগামী ৯ ই নভেম্বর ২২ তম জেলা সম্মেলন সংগঠিত হতে চলেছে কুলটি শহরে।

