নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক, মালদা, ২০ শে এপ্রিল:তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতদুষ্টের অভিযোগ অনেক দিন ধরেই বিরোধীরা করে আসছিলেন।তৃতীয় দফার নির্বাচনের ঠিক তিনদিন পুর্বে নির্বাচন কমিশন মালদার বিতর্কিত পুলিশ সুপার আই পি এস অর্ণব ঘোষকে সরিয়ে দিলেন।তিনি নির্বাচন প্রক্রিয়ার কোন কাজের সাথে যুক্ত থাকতে পারবেন না।তার বদলে কালই আই পি এস অজয় প্রসাদকে মালদার দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে।অর্ণব ঘোষের বিরুদ্ধে বার বার অভিযোগ উঠেছে তিনি শাসক দলের পক্ষ নিয়ে কাজ করেন।এর আগেও অর্ণব ঘোষের নাম সারদা মামলায় জড়িয়ে যায়।বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে সারদা প্রধাণকে গ্রেফতারের সময় অর্ণব ঘোষ ছিলেন কমিশনারেটের গোয়েন্দা প্রধাণ।তখন তাকে নিয়ে অভিযোগ ওঠে,অর্ণব ঘোষের সাথে সিবিআই কথাও বলে।
তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তাকে সেখান থেকে রাজ্য সরকার সরিয়ে দেয়।অন্যদিকে আজই নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক রাজ্য সরকারের প্রশাসনকে তীব্র ভাবে দোষারোপ করে বলেন,এই রাজ্যে গণতন্ত্র কঠিন অবস্হায় রয়েছে।প্রথম দু দফার ভোটে বেশকিছু বুথে শাসক দলের যে দাপাদাপির ঘটনা ঘটেছে তারই সুত্র ধরে অজয় নায়েক বলেন একসময় বিহারের নির্বাচনে যেভাবে সন্ত্রাস হতো,এখন এই রাজ্যে সেটাই হচ্ছে।তিনি এর জন্য ক্ষোভ প্রকাশ করে বলেন যেখানে বিহারে মাত্র ২০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে,সেখানে পরিস্হিতির ওপর বিচার করে এই রাজ্যে ৯০ শতাংশের এরও বেশী বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তৃতীয় দফার ভোটে।রাজনৈতিক মহলের মতে একই দিনে এই দুটি ঘটনাতে রাজ্য সরকারের মুখ পুড়লো।