নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক ,দুর্গাপুর,১৬ ই মার্চ:দুর্গাপুরে সংগঠিত হয়ে গেলো ভবিষ্যতের ভূত চলচিত্র বন্ধের বিরুদ্ধে,শিল্পী সমন্বয়ের ডাকে বিক্ষোভ মিছিলে পা মেলালেন অসংখ্য মানুষ।মিছিলের সামনের সারিতে হাঁটলেন চিত্র পরিচালক অনীক দত্ত সহ টলিউডের কলাকুশলীরা।

সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে চিত্র পরিচালক অনীক বাবু বলেন চলচিত্রটি কোনো ভাবেই কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করা হয়নি সেন্সর বোর্ডের ছাড় পেয়েও কেন বৈরতার শিকার কোনো ভাবেই বোঝা যাচ্ছে না।গণতান্ত্রিক কন্ঠস্বর রক্ষা র স্বার্থে চলচিত্র টি অবিলম্বে ফিরিয়ে আনা হোক।

দুর্গাপুরের বিগবাজার থেকে মিছিল শুরুর মুহূর্তে চিত্র শিল্পীরা চিত্র প্রদর্শনীতে অংশ নেন সঙ্গে অংশগ্রহণ করেন সংগীত শিল্পীদের সংগঠন লহরী সহ একাধিক সংগঠন।মিছিলে স্লোগান ওঠে অবিলম্বে দাবি ওঠে চলচিত্র টি ফিরিয়ে আনা হোক অবিলম্বে।

বিক্ষোভ মিছিলটি বিগবাজার হয়ে জংশনে এসে শেষ হয় মিছিল যখন জংশনে প্রবেশ করছে তখন মিছিলের শেষ প্রান্ত অনেক দূরে।রাজনৈতিক মহলের মতে দুর্গাপুর বাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমান করছে বাক স্বাধীনতা র সমর্থনে দুর্গাপুর ঐক্যবদ্ধ,মিছিল শেষে অনীক দত্ত সহ কলাকুশলীরাও বক্তব্য রাখেন ,বিক্ষোভ সভা তখন মিনি জনসভায় পরিনত।
