
নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক,রংইয়া,২৬ শে মার্চ:আসামের নির্বাচনে এবার পরিবর্তনের জোয়ার,সেই জোয়ারে কার্যত ভেসে গেলো আসামের রঙ্গিয়া বিধানসভার বাম প্রার্থীর প্রচার।আসামের বেশ কিছু বছর ধরেই বিজেপি এর জন বিরোধী নীতির বিরুদ্ধে জোট বদ্ধ ভাবেই বিরোধীদের লড়াই চলছে।এবার সেই লড়াইয়ের পথ প্রশস্ত হয়েছে সংযুক্ত মোর্চা তৈরি করে।

কংগ্রেস সহ বাম দল ছাড়াও অন্যান্য দল গুলি মিলে তৈরি হয়েছে জোট।গতকাল বাম প্রাথী আসামের রঙ্গিয়া বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী কমরেড ভগবান দেব মিশ্রের সমর্থনে জনসভা যেন এক ব্রিগেড সেখানে বক্তব্য রাখেন পলিটব্যুরোর অন্যতম সদস্য বৃন্দা কারাত। বক্তব্য রাখতে গিয়ে বলেন দেশ আজ ঐক্যবদ্ধ এই নির্বাচনের সুবর্ণ সুযোগ মানুষের উপর অর্থনৈতিক আক্রমনের দিন দিন যে সংকটে পড়েছে সাধারণ মানুষ দেশের জন বিরোধী নীতির ফলে তার থেকে মুক্তির উপায় ইভিএম বক্সে বিজেপি কে পরাস্ত করে ।