
নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক,দুর্গাপূর,১৭ ই ফেব্রুয়ারি: পঃবঃবিজ্ঞান মঞ্চে’র পক্ষ থেকে ২০১৮ সাল থেকে জ্যোতির্বিজ্ঞান দিবস রূপে চিহ্নিত করা হয়েছে। এন আই টি (দুর্গাপুর) ছাড়াও গলসীতে অনুষ্ঠিত সভায় ও পরে সংক্ষিপ্ত পথসভায় বিজ্ঞানের শহীদ ব্রুনোর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের প্রেক্ষাপটে বিজ্ঞান বিরোধী শক্তির বিপদ সম্পর্কে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এন আই টি’ দুর্গাপুরের সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক অম্লান দাশ সহ এন আই টি (ডি) বিজ্ঞান সভার সদস্য বৃন্দ। করোনা কালে অফ লাইনে ক্লাস বন্ধ থাকলেও হোষ্টেলে থেকে যাওয়া ছাত্রীদের অংশগ্রহণ ছিলো উল্লেখযোগ্য।আলোচক ছিলেন রাম প্রনয় গাঙ্গুলী।