নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক, কৃষ্ণনগর, ১১ ই আগস্ট:নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি নদীয়া জেলা আয়োজিত রক্তদান শিবির। আজ ক্ষুদিরামের আত্মবলিদান দিবসে। কৃষ্ণনগর জেলা দপ্তরে অনুষ্ঠিত হয়।
জেলার ৩৭ টি সার্কেলের শতাধিক শিক্ষকের উপস্থিতিতে রক্তদান শুরু হয়।
শুরুতে ক্ষুদিরামের ছবিতে মাল্যদান ও জেলার গানের দল সপ্তসুর গণসঙ্গীত পরিবেশন করে।
উদবোধন করেন সংগঠনের রাজ্য নেতৃত্ব চূড়ামনি দাসবর্মন।জেলা সভানেত্রী অর্চনা বিশাস, সম্পাদক অমিতাভ নাগ সহ জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।মোট ৫০ জন শিক্ষক শিক্ষিকা রক্তদান করেন।
শুধুমাত্র বেতন বৃদ্ধির দাবীই নয়, সামাজিক দায়িত্ব পালন, রক্তদানের আয়োজন।
রক্তদাতাদের দুটি করে গাছের চারা বিতরণ করাও সেই কারনেই।