নিউজ ফ্রন্টলাইনার কলকাতা ডেস্ক,২৩ শে ফেব্রুয়ারি:সমস্ত রাজনৈতিক দলই নির্বাচনকে কেন্দ্র করে নতুন নতুন স্লোগান, গান তৈরি করছে। কিন্তু সব গান ,স্লোগান কে পিছনে ফেলে ব্রিগেডের প্রচারের জন্য বামেদের তৈরি ” টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাবো টুম্পা” গানটি মানুষের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে জনপ্রিয়তা পেয়েছে। এবার সেই টুম্পা গানের লাইন আর.এস.পি -র যুব সংগঠন আর.ওয়াই.এফ এর উত্তর কলকাতা -১ আঞ্চলিক কমিটির ব্রিগেডের দেওয়াল লিখনে।
ইতিমধ্যেই এই দেওয়াল লেখা দেখে এলাকার মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।এলাকার প্রাক্তন কাউন্সিলর, আর.এস.পি নেতা দীপু সাহা কে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তিনি বলেন ইতিমধ্যে এই গান সোশ্যাল মিডিয়া, মিডিয়ায় ভাইরাল। কেননা মানুষ সহজে গানের কথার মাধ্যমে আমাদের বক্তব্য বুঝতে পারছে। তাই এবার আমরা উদ্যোগ নিয়েছি পাড়ায় পাড়ায় দেওয়ালে লিখে এটাকে আরো মানুষের মধ্যে পৌছে দিতে।