নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক,নিউ দিল্লি, ১৭ ই জুন:করোনা সংক্রমণের ভয়াল থাবা গোটা দেশেই, একদিনে মৃত্যুর হার ব্যাপক ভাবে বৃদ্ধি হলো।দেশে মোট করোনা রোগীর সংখ্যা তিন লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। এই মারাত্মক রোগে ১১ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন, আর ১ লক্ষ ৮৭ হাজারেরও বেশি মানুষ এই রোগ মুক্ত হয়েছেন ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, দেশে মোট করোনার রোগী ৩ লাখ ৫৪ হাজার ১৬১ জন।ওয়ার্ল্ডোমিটারের মতে, করোনায় এখন পর্যন্ত ১১ হাজার ৯২১ জন মারা গেছেন। সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজারেরও বেশি। করোনার মৃত্যুর পরিসংখ্যানে হঠাৎ লাফিয়ে বাড়ার ফলে আশঙ্কার মেঘ চিকিৎসা মহলে।
মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টার মধ্যে ২৭০০ টি নতুন কেস এসেছে এবং ১৩২৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে শুধুমাত্র মুম্বাইয়ে ৮৬২ জন মারা গেছে।মহারাষ্ট্রে এখন মৃতের সংখ্যা প্রায় ৫৩৭৭এ । নিশ্চিত হওয়া মামলার সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৪৫, সক্রিয় মামলার সংখ্যা ৫০ হাজারেরও বেশি। একই সময়ে ৫৭ হাজারেরও বেশি মানুষ নিরাময় হয়েছে।
গত ২৪ ঘন্টার মধ্যে, দিল্লিতে করোনার ১৮৫৯ টি নতুন কেস পাওয়া গেছে এবং ৯৩ জন রোগী মারা গিয়েছে যা এটি একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা। বর্তমানে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬৮৮। এখন দিল্লিতে মোট মৃতের সংখ্যা ১৮৩৭ এখন পর্যন্ত দিল্লিতে ১৬৫০০ জন নিরাময় হয়েছেন।
যেভাবে একদিনে মৃত্যুর হার বাড়লো তাতে চিকিৎসকরা বেশ চিন্তিত যদিও সুস্থ হওয়ার হার অনেকটাই বেশি।সরকারের পক্ষ থেকে মানুষকে আরো সাবধানতা অবলম্বন করতেএ বলেছে ।