নিউজ ফ্রন্টলাইনার পূর্ব বর্ধমান ডেস্ক,২২ শে ফেব্রুয়ারি: ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি সকালে দেওয়ানদিঘি পার্টি অফিসের সামনে প্রকাশ্য দিবালোকে তৃণমূল মদতপুষ্ঠ দুষ্কৃতীরা নৃশংসভাবে খুন করে পার্টির অবিভক্ত বর্ধমান জেলা কমিটির সদস্য কমল গায়েন ও প্রদীপ তা কে।

আজ ছিলো ১০তম শহীদ দিবস। আজ দেওয়ানদিঘিতে এক সমাবেশের মধ্যে দিয়ে দুই শহীদকে শ্রদ্ধা ও শপথে স্মরণ করা হলো। প্রথমে শহীদ কমল গায়েন ও প্রদীপ তা্-র স্মৃতি ও আত্মবলিদানকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে মালা দেন সি পি আই(এম) ও বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ এবং কমল গায়েন ও প্রদীপ তা্-র স্ত্রী-কন্যা।

স্মরণসভায় উপচে পড়া ভিড় জানান দিচ্ছে দিন বদলের শপথ আজকের সমাবেশে মুখ্য বক্তা ছিলেন সি পি আই(এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। কমরেড মিশ্র ছাড়াও বক্তব্য রাখেন পার্টির রাজ্য কমিটির সদস্য অমল হালদার। সভাপতিত্ব করেন জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক।