নিউজ ফ্রন্টলাইনার, ৮ আগস্ট: করোনার আক্রান্ত হয়ে দুর্গাপুরে মৃত্যু হল এক মহিলার। মৃতার বয়স ৩৮ বছর। শিল্প শহরে করোনার বলি এই নিয়ে দুই জন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে এক ৬২ বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছিল।
জানা গেছে করোনায় মৃত ওই মহিলা দুর্গাপুর বেনাচিতি এলাকার বাসিন্দা ছিলেন। বেশ কয়েক দিন ধরেই তিনি জ্বর সর্দি-কাশি শ্বাসকষ্টে ভুগছিলেন। এরপর তার লালা রস পরীক্ষা করা হয়। গত ২ আগস্ট তার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তাকে মলানদিঘি কোভিড হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। কিন্তু শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ সনোকা হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে হিসেবে চিকিৎসকরা জানিয়েছেন, সেপটিক শক, কোভিড ১৯ নিউমোনিয়া, ও ডায়াবেটিক টু দায়ী।
শিল্পশহর দুর্গাপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। ইতিমধ্যেই শহর জুড়ে ৫০০র বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবু মানুষের মধ্যে সচেতনতার অভাব প্রবলভাবে চোখে পড়ছে। সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই। হাটে বাজারে উপচে পড়া ভিড় তার প্রমান দেয়।