নিউজ ফ্রন্টলাইনার গুয়াহাটি ডেস্ক,১৭ ই ফেব্রুয়ারি:আবার ভূমিকম্পে কাঁপলো দেশের উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশ।বেশ কয়েক দিনের ব্যবধানে ভূমিকম্প ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক।
বুধবার সন্ধে ৬ টায় আসামের তেজপুরের পশ্চিম-উত্তর-পশ্চিমে রিখটার স্কেলে ৪.৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, ভূমিকম্পটি হয়েছিল অক্ষাংশ ২৬.৭১ এবং দ্রাঘিমাংশ ৯২.৬৩।
রাজধানী গুয়াহাটিতেও প্রচণ্ড কম্পন অনুভূত হয়।প্রতিবেদন অনুসারে, এই ভূমিকম্পের অনুভূতিও বাংলাদেশ, মিয়ানমার (বার্মা), ভুটান এবং চীনে অনুভূত হয়েছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।