
নিউজ ফ্রন্টলাইনার দক্ষিণ দিনাজপুর জেলা থেকে সংবাদ দাতা সুশান্ত কুন্ডু:
রক্ত পণ্য নয়,
হৃদয়ের দান।
৮ ই মার্চ বিশ্ব নারী দিবস উদযাপনে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত এলাকায় আজ নারী দিবসের উপর মিছিল, আলোচনা সভা,
রক্তদান শিবির হয়েছে হিলি থানার অর্ন্তগত ত্রিমোহিনী চকদাপটে।

দক্ষিণ দিনাজপুর ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে এবং সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত হয়। বক্তব্য রাখেন সারাভারত গনতান্ত্রিক মহিলা সমিতির হিলি আঞ্চলিক কমিটির সম্পাদিকা বেলি ঘোষ
ঊপস্হিত ছিলেন সারাভারত গনতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা সুস্মিতা সাহা সহ বামপন্থী মহিলা সংগঠনের সদস্যবৃন্দ।