নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক,কলকাতা,১১ই অক্টোবর:আর এস পি উত্তর কলকাতা ১ আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত “মানুষের সব্জিঘর” আজ ১৫ তম দিন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, আর এস পি নেতা অশোক ঘোষ, দেবাশীষ মুখার্জী।
আজকের এই সব্জিঘর আজ তাঁরা পরিদর্শন করেন। স্থানীয় মানুষের সাথে কথাও শোনেন। স্থানীয় মানুষ সরকারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভের কথা জানান। এছাড়াও ওনারা কথা বলেন সাত বছরের ভালোবাসার ছোট শিবাদ্রী দাসের সাথেও। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রাক্তন পৌরপিতা দীপু সাহা।