নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক,কলকাতা,১৫ ই নভেম্বর:কালীপূজার পরের দিন সকালেই ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা।কলকাতার ভোরের আলো ফুটতে না ফুটতেই সকালেই দুর্ঘটনায় মৃত্যু ঘটলো এক মহিলার।
সিগন্যাল ভেঙে একটি গাড়ি রাস্তা পেরোনো এক মহিলাকে তাঁকে পিষে দেয় গাড়ির চাকাতেই জড়িয়ে যান মহিলা। ওই অবস্থায় গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। মহিলাকে বেশ কিছুটা রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। লোকজন গাড়িটিকে ধরে ফেলে।ঘটনাটি ঘটেছে ই এম বাইপাসের কাদাপাড়া মোড়ে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম গৌরী দে। তিনি দত্তাবাদ এলাকার বাসিন্দা।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার।
ভোরের এই দুর্ঘটনার পরেই চরম উত্তেজনার সৃষ্টি হয় কাদাপাড়া মোড়ে। রাস্তা অবরোধ করে রাখেন স্থানীয়রা। পুলিশ জোর করে অবরোধকারীদের সরানোর চেষ্টা করলে রণক্ষেত্রের চেহারা নেয় কাদাপাড়া মোড়।