নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক,কুচবিহার,২৩ শে মার্চ:গোটা দেশেই করোনা ভাইরাস ঠেকাতে একাধিক সতর্কতা ব্যবস্থা নিয়েছে সরকার।গোটা বাংলায় আজ থেকে লকডাউন এমন অবস্থায় রাজ্যে মানুষ আজ থেকেই ঘর বন্দি।বামপন্থী ছাত্র সংগঠনের কর্মীরা আজ গোটা কুচবিহার শহর জুড়ে অনন্য উদ্যোগে শামিল হলো, করোনা আক্রান্তের সংখ্যা যাতে বৃদ্ধি না পায় তার জন্য গত শহরের পরিবহন ব্যবস্থা পরিষ্কার করা হলো গোটা দিন ধরে।
এস এফ আই এর কর্মীরা ক্লিন কুচবিহার স্লোগান সামনে রেখে করোনা থেকে দেশকে বাঁচাতে,মানুষের পাশে দাঁড়াতে কোচবিহার শহরের যাত্রীবাহী বাসগুলোকে জীবানুমুক্ত করতে হাত লাগালো ভারতের ছাত্র ফেডারেশন কোচবিহার জেলা কমিটি।