নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক,মহারাষ্ট্র,৩ রা ডিসেম্বর:কৃষকদের আন্দোলনে সংহতি জানিয়ে গোটা দেশ জুড়েই আন্দোলন সংগঠিত হচ্ছে ।গত ৭ দিন ধরে দিল্লি অবরুদ্ধ কৃষক আন্দোলনে অবিলম্বে জন বিরোধী কৃষি বিল প্রত্যাহারের দাবি জানানো হয়েছে বিভিন্ন কৃষক সংগঠনের পক্ষ থেকে।সরকারের পক্ষ থেকে বার বার আলোচনায় বসলেও কোনো সমাধান সূত্র বের হয়নি ।কৃষকদের আন্দোলনের সমর্থনে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন শুরু হয়েছে।

বেশ কিছু বছর আগে মহারাষ্ট্রে কৃষক লং মার্চ সে রাজ্যের সরকারকে বেশ বিপাকে ফেলেছিল এবার মহারাষ্ট্রে কৃষকরা পথে নামলো দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে।মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় জেলাশাসকের দফতরের সামনে সারা ভারত কৃষক সভার আহ্বানে শামিল হয় বহু কৃষক।নাসিক,থানে সহ একাধিক জায়গায় পথ অবরোধে সামিল হয় তারা।মহারাষ্ট্রের বাম কৃষক নেতা অশোক ধাওয়ালে বলেন অবিলম্বে কৃষি বিল প্রত্যাহার না হলে গোটা রাজ্য অচল হবে।

দিল্লিতে কৃষক আন্দোলনে যোগ দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।আগামী ৩ দিনে ধরেই গোটা দেশেই কৃষক সভার নেতৃত্বে রাজপথে আন্দোলনের ঘোষণা করেছেন।