নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্ক, জুরিখ,২৬ শে জুন:করোনা মহামারীর জেরে একাধিক ক্রীড়া অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে, এক অনিশ্চয়তায় ক্রীড়া মহল।এক অস্থির সময়ের মধ্যেও যুগান্তকারী সিদ্ধান্ত নিলো ফিফা আন্তর্জাতিক ফুটবল সংস্থা।গতকাল জুরিখে ভিডিও তেলে কনফারেন্স এই সিদ্ধান্তের কথা জানায় তারা।মহিলা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, “ফিফা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকে ফিফা কাউন্সিলের প্রাপ্ত ভোটের পরে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্টিনো সংবাদ মাধ্যমের কাছে জানায়। ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ফুটবলের যৌথ দরপত্র দাখিল করা প্রথম ব্যালটে ফিফা কাউন্সিলের সদস্যদের ভোটকৃত ৩৫ টি বৈধ ভোটের মধ্যে ২২ টি পেয়েছে, কলম্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ১৩ ভোট পেয়েছে।
ফ্রান্সে ফিফা ওমেনস বিশ্বকাপ ২০১৮ এর বিস্ময়কর সাফল্য এবং তারপরে ফিফা কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্ত নেয়, ফিফাওয়মেনস বিশ্বকাপ ২০২৩ সালে ৩২ টি দেশের অংশগ্রহণ হবে ।